সোমবার (০৬ অক্টোবর) ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ ধনবাড়ী বাসস্ট্যান্ড এবং এর প্রবেশপথ গুলো যানজট মুক্ত রাখতে অভিযান পরিচালনা করেন ।
এসময় বিভিন্ন যানবাহনের জন্য নির্দিষ্ট জায়গা সাদা রং এর দাগ দিয়ে চিহ্নিত করে দেন । রাস্তার উপর দোকানের মাল না রাখার জন্য দোকানদারদের সতর্ক করা হয় এবং কয়েকটি দোকানে জরিমানা করা হয় ।
ধনবাড়ী বাসস্ট্যান্ড ও এর আশেপাশের প্রবেশ মুখগুলো যানজট মুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । এসময় ধনবাড়ী উপজেলা এবং পৌরসভার কর্মকর্তাবৃন্দ, ধনবাড়ী থানা পুলিশ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান, সদস্য রাকিব হাসান সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাস স্টেশনে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এই অভিযান পরিচালনা করেন। এসময় তিনি বলেন, “ কোনভাবেই যান চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না, ফুটপাত দখল করে রাখা যাবে না, টার্নিং পয়েন্ট গুলোতে অটো সিএনজি দাঁড় করানো যাবে না, কারো নাম ভাঙ্গিয়ে কোথাও থেকে টাকা বা জিপি উত্তোলন করা যাবে না, টাকা উঠানোর বিষয়টি আজ মোবাইল পরিচালনা করতে এসে আমি জানতে পারলাম ”।