টাঙ্গাইলের স্বনামধন্য প্রেসক্লাব ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন ধনবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ । ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল সকাল ১১ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর সভাপতি জীবন মাহমুদ (শক্তি) , সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) , সাংগঠনিক মো. শাহ্ পরানুল ইসলাম (রনি) , প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। ধনবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না।
উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে ধনবাড়ী উপজেলায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্ব সাধারণের জন্য ইউএনও’র দরজা সব সময় খোলা থাকবে।