টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা হলরুমে ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, থানার সেকেন্ড অফিসার মনোয়ার হোসেন, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃনদ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান সহ অনেকেই ।
সভায় ধনবাড়ী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা করা হয় । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, ” মাদকের সুনির্দিষ্ট তথ্য দিয়ে ধনবাড়ীতে মাদক নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি । সিএনজি, অটো থেকে কেউ চাঁদাবাজি করলে সাথে সাথেই খবর দিবেন । বাসস্ট্যান্ডে যানজট নিরসনে অটো সিএনজি নিয়ন্ত্রণ করা হয়েছে ।
পল্লী বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে বিল নিয়ে যে সমস্ত সমস্যা তার সমাধানে আগাগী সপ্তাহে আমি নিজে পল্লী বিদ্যুৎ অফিস গিয়ে গ্রাহকদের অভিযোগ শুনবো । ইভটিজিং এবং বিকট শব্দে মোটরসাইকেল চালনা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে “।