টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি নেতা মোহাম্মদ মতিন উজ্জল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে নিজেকে বিএনপি’র প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন।
মতিন উজ্জল অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। মঙ্গলবার দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষনা দেন। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আজাদ মিয়া, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কালাম তালুকদার, সদস্য সচিব সোলায়মান মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোনানুর রহমান সোহেল প্রমূখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে মতিন উজ্জল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন চাইবো। দল যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। মনোনয়ন না পেলেও দল যোগ্য মনে করে যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবেন আমি তার হয়েই কাজ করবো। বিএনপির একজন বিশ্বস্ত কর্মী হিসেবে আমি দলের মধ্যে থেকেই দেলদুয়র-নাগরপুর বাসীর জন্য কাজ করে যেতে চাই। নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা ও কর্মসংস্থানের সু-ব্যবস্থা করা আমার কর্মপরিকল্পনার উল্লেখযোগ্য মিশন।