টাঙ্গাইলের দেলদুয়ারে বসতঘরের দেয়ালের নিচে চাপা পড়ে শিল্পী বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বারকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নিহতের বড় বোন শাহনাজ বেগমও গুরুতর আহত হয়েছেন। তাকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিল্পী বেগম ওই গ্রামের জয়নাল মল্লিকের স্ত্রী।স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিল্পী বেগম ও বড় বোন শাহনাজ বসতঘরের দেয়ালের সামনে কাজ করছিলেন। এসময় হঠাৎ করে দেয়ালটি ধসে তারা দুজনে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শিল্পী বেগমের মৃত্যু হয়। বড় বোন শাহনাজকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।