বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ক্যান্সারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত হয়েছেন। ‘গুলাব গ্যাং’, ‘জোরাম’, ‘পার্চড’সহ অসংখ্য ছবিতে অভিনয় করা এই ৪৪ বছরের অভিনেত্রী ‘বিবর’ দিয়ে বিশেষভাবে নজর কাড়েন।
আট মাস আগে তন্নিষ্ঠাকে এক বিশেষ ধরনের ক্যান্সার ধরা পড়ে, যা টিউমারের মাধ্যমে শরীরের সীমিত কিছু স্থানে ছড়িয়ে পড়ে। ক্যান্সারের সঙ্গে লড়াই করা এই সময়টিতে তার জীবনযাপন কঠিন হয়ে ওঠে। অভিনেত্রীর বাবা ক্যান্সারে মারা গেছেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের মুণ্ডিত মস্তিষ্কের ছবি শেয়ার করে তন্নিষ্ঠা জানালেন, এই সময়ে যন্ত্রণা নিয়ে বেশি কিছু বলবেন না। বরং তিনি পেয়েছেন যে ভালোবাসা ও শক্তি, সেটি শেয়ার করতে চান। তিনি লিখেছেন,
“এর চেয়ে খারাপ আসলে কিছুই হতে পারে না। আমার ৭০ বছরের মা এবং ৯ বছরের কন্যা সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল। কিন্তু এই অন্ধকার সময়ে আমি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি। অভিনেত্রী আরও বলেন, কিছু মানুষ তার জীবনে এমন আছেন, যারা কখনোই তাকে একা থাকতে দেননি। তার পরিবার ও বন্ধুদের সাপোর্টের কারণে আজও তিনি হাসতে পারছেন।
গত আট মাসে শারীরিক কষ্টের পাশাপাশি জীবনবিমা ও স্বাস্থ্যবিমা নিয়েও ব্যস্ত থাকতে হয়েছে তন্নিষ্ঠাকে। এই সময় তার পাশে থেকেছেন সহকর্মী ও বন্ধুদের মতো দিয়া মির্জা, কঙ্কনা সেন শর্মা, শাবানা আজমি, দিব্যা দত্ত, রিচা চাড্ডা, বিদ্যা বালান। তন্নিষ্ঠার এই সাহসী লড়াই ও সমর্থন প্রমাণ করে, কঠিন সময়ে পরিবারের পাশাপাশি বন্ধুদের উপস্থিতি কতটা শক্তি দিতে পারে।