ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ – এনসিবি’র একটি অরাজনৈতিক ও সামাজিক কর্মসূচি এর আওতায় এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন – এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৯ জুলাই) ঢাকার তোপখানা রোডের ধানসিঁড়ি রেস্তোরাঁয় । সকাল দশটায় এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন এর আহবায়ক কবি ও উপস্থাপক সানজিদা রসুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এনসিবি এর প্রেসিডিয়াম সদস্য কবি মোঃ ফারুক মিয়া ।
এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন এর সদস্য সচিব কবি সৈয়দ তৌফিক কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ – এনসিবি এর চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিবি এর ভাইস-চেয়ারম্যান মোঃ সেলিম পারভেজ । এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন- এর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন এর উপদেষ্টা কথা সাহিত্যিক রুবী শামসুন নাহার , প্রাবন্ধিক, সাহিত্যিক ও সাংবাদিক এ্যাড: ড. মোঃ আবু তাহের, অপরাজেয় বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এবং এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন এর উপদেষ্টা কবি ওয়াহিদা বানু স্বপ্না, শিল্পী জগৎ মিউজিক ব্যান্ড এর প্রতিষ্ঠাতা এবং এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন এর উপদেষ্টা মোঃ মোফাজ্জল Can’t খান,এবং EStv 24 এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এনসিবি এর উপদেষ্টা কবি ইমরান সিকদার ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান (সোহান), কবি স্বপন হালদার, কবি রমেশচন্দ্র বিশ্বাস, কবি নয়ন নাহা, কবি মুক্তি আল মাহমুদ খান, কবি মরিয়ম রহমান, কন্ঠ শিল্পী শামীমা আক্তার শিপ্রা, কন্ঠ শিল্পী লাবনী আক্তার খুশি, কন্ঠ শিল্পী মিথিলা ইসলাম শ্রাবন্তী,নাসির হোসাইন, সেলিম পারভেজ প্রমূখ । অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান পরিবেশন, লটারি এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় ।