রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনা আরোহী ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
যদিও নিহত কারও পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন- শামীম (৩৭), মইনুদ্দিন (৩৬) ও অজ্ঞাতনামা এক যুবক (৩০)।
আহত মইনুদ্দিন জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে অফিসের কাজে বের হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনাটিতে উঠেছিলেন তিনি। নামার কথা ছিলো ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। কিন্তু পথে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তার কিছুই বলতে পারছেন না তিনি।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর পরই চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, নিহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।