গত ২০/০৩/২০২৫ ইং তারিখ ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ২১.৫০ ঘটিকার সময় কালিহাতি বল্লা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে,বল্লা সাকিনস্থ শফিকুল ইসলাম এর পশ্চিম দুয়ারী চৌচালা টিনের বসত ঘরের উঠানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত টিমটি সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে মাদক ব্যবসায়ী ০১। মোঃ শফিকুল ইসলাম (৪০), পিতা-মৃত নাজিমুদ্দিন, গ্রাম-পন্ডুরা, থানা-মধুপুর, বর্তমান সাং-বল্লা, থানা-কালিহাতি ও ০২। মোঃ রাসেল (৩২), পিতা-মৃত আমিন, সাং-বল্লা থানা-কালিহাতি উভয় জেলা-টাঙ্গাইল দ্বয়কে ইং ২০/০৩/২০২৫ তারিখ ২২:৩৫ ঘটিকার সময় গ্রেফতার করে। ধৃত আসামী ০১। মোঃ শফিকুল ইসলাম (৪০), এর হেফাজত হতে ১০০ গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য =১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কালিহাতি থানার মামলা নং-১৯, তারিখ-২১/০৩/২০২৫ খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ৮(গ)/৪১ রুজু করা হয়।
প্রকাশ থাকে যে, আসামী ০১। মোঃ শফিকুল ইসলাম (৪০), মধুপুর পৌরসভার যুবলীগের সদস্য। সে মধুপুর পৌরসভার বেশকিছু ছাত্রলীগের নেতাদের সহযোগিতায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করিয়া আসিতেছে। গত ০৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বের ছাত্র জনতার উপর প্রত্যক্ষভাবে তার দলবল সহকারে আক্রমণ করে। সে সংক্রান্তে তার বিরুদ্ধে মধপুর থানায় মামলা তদন্তধীন রয়েছে। ছাত্র জনতার বিজয়ের পর উত্তেজিত ছাত্রজনতা তার বাড়িঘর ভাঙচুর করলে সে পলাতক হয়ে কালিহাতি থানার বল্লা এলাকায় বাসবাস করে মাদক ব্যবসা করে আসতেছিলো। উক্ত আসামীর বিরুদ্ধে নিম্নলিখিত অস্ত্র, মাদক ও মারামারি মামলা গুলো থানায় তদন্তাধীন এবং বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
১। মধুপুরথানার মামলা নং-০২, তারিখ-০২/১০/২০২৪ খ্রি: ধারা-143/341/323/325/326/307/109 পেনাল কোড
২। মধুপুর থানার মামলা নং-৫, তারিখ- ২১/০১/২০২৪ খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ৮(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
৩। মধুপুর থানার মামলা নং-১০, তারিখ- ২৩/০৯/২০২৩ ধারা- ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
৪। মধুপুর থানার মামলা নং-২৪ , তারিখ- ২৯/০৫/২০২১ ধারা- ৩৬(১) সারণির ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
৫। মধুপুর থানার, মামলা নং-২৫ , তারিখ- ২৯/০৫/২০২১ ধারা- ১৯/১৯(a) (f) ১৮৭৮ সালের অস্ত্র আইন
৬। মধুপুর থানার মামলা নং-৪, তারিখ- ০১/০৩/২০১৭ খ্রিঃ ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন;
৭। মধুপুর থানার মামলা নং-৬, তারিখ- ০৪/০৬/২০২০ ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮খ্রিঃ।