ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আশিকুর রহমানের ব্যতিক্রমী প্রচারণা রাতারাতি ভাইরাল হয়। চোখে সানগ্লাস, ঠোঁটে জ্বলন্ত সিগারেট ও হাতে লাইটার– এমন ভঙ্গিতে তৈরি পোস্টার প্রকাশের পর অনলাইন ও সামাজিক মাধ্যমে তিনি ‘ভাইরাল আশিক’ হিসেবে পরিচিতি পান।
প্রচারণায় কোনো লিফলেট বা প্রচার সামগ্রী ব্যবহার করেননি। গত ২৩ আগস্ট গণমাধ্যমকে আশিকুর রহমান জানান, তিনি জিএস পদে অন্তত মেঘমল্লার বসুকে হারাবেন। তবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মেঘমল্লার বসুর তুলনায় কম ভোট পেয়েছেন তিনি।
ভোটের ফলাফল জিএস পদে জয়ী: ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ – ১০,৭৯৪ ভোট দ্বিতীয় স্থান: ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম – ৫,২৮৩ ভোট ‘আশিকুর রহমান: ৫২৬ ভোট
মেঘমল্লার বসু: ৪,৯৪৯ ভোট আশিকুরের প্রতিক্রিয়া’ ভোটের ফল প্রকাশের পর আশিকুর রহমান তার ফেসবুকে পোস্টে মেঘমল্লার বসুর প্রতি সম্মান জানিয়েছেন। তিনি লিখেছেন, “তোমার প্রতিপক্ষের শক্তি স্বীকার করতে হবে। ভেবেছিলাম যাকে হারিয়ে অন্তত সেকেন্ড লাস্ট হবো, সে আজ ১৯ জনের মধ্যে তৃতীয় পজিশনে আর আমি ষষ্ঠ পজিশনে। আপনার (মেঘমল্লার বসু) প্রতি সম্মান বেড়ে গেলো ভাই।”
তিনি আরও উল্লেখ করেছেন, “লিফলেট বা পোস্টার ছাড়া, কোনো বিনিয়োগ ছাড়াই এত হেভিওয়েট প্রার্থীর মধ্যে এই পজিশনে থাকা আমার কাছে কম নয়। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। পরের বছর ইনশাআল্লাহ আরও শক্তিশালী রূপে দেখা হবে। আপাতত পড়ালেখায় মনোযোগ দেব।”











