আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৪। এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীর অংশগ্রহণে হতে যাচ্ছে। প্রাথমিক তালিকায় প্রার্থী রয়েছেন ৪৬২ জন। এরইমধ্যে ভোটার তালিকাও চূড়ান্ত হয়েছে।
মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন, যা মোট ভোটারের প্রায় ৪৭.৫২ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন রোকেয়া হলে। ফলে এবারের নির্বাচনে নারীরাই ডাকসুর চিত্র বদলে দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রাখতে পারেন। নারী ভোটারদের প্রধান চাহিদার মধ্যে রয়েছে আবাসন সংকট নিরসন, সুপেয় পানি এবং মানসম্মত খাবারের নিশ্চয়তা। অনেকে বলেন, যে প্রার্থীরা হলে বাস্তব সমস্যার সমাধান করতে পারবেন, তাদেরকেই ভোট দেবেন।
এ কারণে প্রার্থীরাও নারী ভোটারদের চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছেন। ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি (প্রতিরোধ পর্ষদ) জানিয়েছেন, নির্বাচিত হলে নারীদের আবাসন সমস্যা সমাধানে কাজ করবেন। জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম (ছাত্রদল) বলেন, নারীদের স্বাধীনতা নিশ্চিত করা ও হলে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করাই হবে তার অগ্রাধিকার।
সাবিনা ইয়াসমিন (ডাকসু ফর চেঞ্জ প্যানেল) প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিটি শিক্ষার্থীকে একটি সিট ও টেবিল নিশ্চিত করা এবং খাবারের মান উন্নয়নে কাজ করবেন। নারী ভোটারদের মতে, ক্যাম্পাসে স্বাধীনতা, নিরাপত্তা ও সমান সুযোগ পাওয়াই তাদের প্রধান দাবি। এবারের নির্বাচনে তাদের ভোটই হতে পারে ডাকসুর ভবিষ্যৎ নির্ধারণের মূল উপাদান।