ভূঞাপুর উপজেলার স্বাধীনতা কমপ্লেক্স এর বেহাল অবস্থা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভূঞাপুরের স্বাধীনতা কমপ্লেক্স এ গিয়ে দেখা যায় নীচতলায় বিভিন্ন দোকান বরাদ্দ দেওয়া হয়েছে । দ্বিতীয় তলায় আছে বিভিন্ন সংগঠন এর কার্যালয় ।
সামান্য বৃষ্টিতে পানিতে ভেসে যায় প্রতিটি কক্ষ । ওয়াসরুম এর অবস্থা ব্যবহার অযোগ্য । সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে দ্বিতীয় তলায় পানি জমে যায় । এখানে রয়েছে উদীচী শিল্পী গোষ্ঠীর ভূঞাপুর শাখার কার্যালয় । বৃষ্টির জমে থাকা পানিতেই চলছে গানের প্রশিক্ষণ ।
পুরো মেঝেতে দুই থেকে তিন ইঞ্চি পানি জমে আছে । তারমধ্যেই উদীচীর গানের প্রশিক্ষক বাচ্চাদের গান প্রশিক্ষণ দিচ্ছেন । জুতা জামাকাপড় ভিজে একেবারে নাজেহাল অবস্থা । এদিকে স্বাধীনতা কমপ্লেক্স এর ওয়াসরুম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে । ভুক্তভোগীরা এ ব্যাপারে উপজেলা প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছেন ।