টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে জুলাই – আগষ্ট গনঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে ধনবাড়ী উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে স্মরণকালের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্হায়ী কমিটির সদস্য টাঙ্গাইল -১ আসনের মনোনয়ন প্রত্যাশী ধনবাড়ী – মধুপুর এর জননেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর নেতৃত্বে এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান এর সভাপতিত্বে মিছিলটি সম্পন্ন হয়েছে । মিছিলটির সার্বিক দিক নির্দেশনা দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি ।
এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, এম এ মাজেদ বাদল,প্রফেসর এনামুল হক, হাফিজুর রহমান বিএসসি, ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লেবু সহ কৃষকদল, মহিলাদল, সেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী এবং জনসাধারণ ।
মিছিলটি ধনবাড়ী বাসস্ট্যান্ডে বিএনপির প্রধান কার্যালয় থেকে শুরু করে ধনবাড়ী বাজার এবং ঢাকা – জামালপুর মহাসড়ক পদক্ষিন করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়।