টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের ১৯ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার, কেককাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর নেতৃত্বে ধনবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ধনবাড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ, সাধারণ জনগন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি ধনবাড়ী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে ঢাকা – জামালপুর মহাসড়ক দিয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় ধনবাড়ী উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয় । এরপর সকলের অংশগ্রহণে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং দোয়া করা হয় ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, ” ১৯ বছর আগে মধুপুর উপজেলা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে ধনবাড়ী উপজেলার সৃষ্টি হয়েছে । সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধনবাড়ীকে টাঙ্গাইলের সেরা একটি উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ “।