শান্তি ও স্থিতিশীলতার আহবানে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে জনসভা ও র্যালি কর্মসূচি করছে জাকের পার্টি। ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

এরই অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইলে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ গেটের সামনে টাঙ্গাইল পূর্ব ঘাটাইল পৌরসভা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সভাপতির ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসন থেকে জাকের পার্টির এমপি প্রার্থী আব্দুল আজিজ খান অটল। ঘাটাইল পৌরসভা জাকের পার্টির সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ মনা মিয়ার সঞ্চালায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য, রাখেন টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক।
এসময় আরো বক্তব্য রাখেন,শেরপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ শামীম আহম্মেদ,সহ সভাপতি মোঃ লুৎফর রহমান,টাঙ্গাইল জেলা জাকের পার্টির যুগ্ম সম্পাদক মো. শাহজালাল নওশের,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক,টাঙ্গাইল জেলা রন্ধন ফ্রন্টের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান মনির,জেলা ছাত্রী ফ্রন্টের সভাপতি মোছাঃ ছালেহা রহমান,জেলা মহিলা ফ্রন্টের সভাপতি আবু সুফিয়াসহ এছাড়াও জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। জনসভা শেষে স্বস্তি, সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মুনাজাত অনুষ্ঠিত হচ্ছে। জনসভাগুলোতে জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেয়।
সভায় বক্তারা চলমান পরিস্থিতি তুলে ধরে জনজীবনে অস্থিরতা, শঙ্কা ও অনিশ্চয়তা নিরসনে ঐক্যবদ্ধ প্রয়াস, ধৈর্য ও সহনশীলতার গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য খেটে খাওয়া মানুষের নাগালে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন ও যথাযথ বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন। এ সময় বক্তারা আরো বলেন, একটি স্থিতিশীল বাংলাদেশের অগ্রযাত্রায় সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। প্রতিটি জনসভা শেষে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দিয়ে র্যালি বের করে জাকের পার্টি।