টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী শরিয়াভিত্তিক পরিচালিত বীমা প্রতিষ্ঠান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) দুপুরে সাড়ে ১২ টায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঘাটাইল জোনাল অফিসে আয়োজনে আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল, ঘাটাইল জোনাল অফিসের ইনচার্জ ও সহকারী এজেন্সি ডিরেক্টর মোঃ শিবলু মিয়া, ব্রাঞ্চ ম্যানেজার-রাশিদা আক্তার,কামরুজ্জামান ভূইয়া,ইউনিট মেনেজার-জনাবা জলি আক্তার, জয়নব আক্তার,রিনা খাতুন,নাজমা আক্তার,মাঠ কর্মি সহ সর্বস্তরের বীমা কর্মী-গ্রাহক উপস্থিত ছিলেন।