টাঙ্গাইলের কালিহাতীতে পারখী ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পারখী ইউনিয়নের উদ্যাগে বর্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কালিহাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেনজীর আহমেদ টিটো মনোনয়ন দেয়ার দাবি করেন৷
এতে প্রধান অতিথি ছিলেন – কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। পারখী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাকির হোসেন জিন্নাহর সভাপতিত্বে আয়োজিত উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক- মাসুদুর রহমান বালা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে লুৎফর রহমান মতিনকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু মনোনয়ন পাওয়ার পরও মতিনের কোন গণসংযোগ কিংবা সভা করেনি। যার ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশ দেখা দিয়েছে। এছাড়া দীর্ঘদিনের ত্যাগী নেতা বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন না দেয়ায় আমরা ক্ষুব্ধ। আমরা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে টিটোকে দেয়ার দাবি করছি।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে যড়যন্ত্র হচ্ছে। সকল যড়যন্ত্র অতিক্রম করে বাংলাদেশের জনগণই অনুষ্ঠিত করে ছাড়বে৷ বিএনপি’র মহাসচিব বলেছেন ঘোষিত তালিকা চূড়ান্ত নয়। পরবর্তীতে জরিপ করে জনপ্রীয়তা বুজে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কাজেই দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।