টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের কাতুলী পূর্বপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (লাল মিয়া) মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। ওই দিন সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এতে তাকে গার্ড অব অনার ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মরহুমকে খারজানা মাদ্রাসায় দাফন করা হয়।
শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সদর থানার প্রশাসন ও পুলিশের একটি দল পাশাপাশি মুক্তিযোদ্ধা সহ স্থানীয় বিশিষ্টজন এবং শিক্ষাবিদরাও জানাজায় অংশগ্রহণ করেন। মরহুম লুৎফর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর সাহস ও ত্যাগ এলাকার মানুষ এবং স্বাধীনতার প্রতি দায়বদ্ধ প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।