সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযানে ৩৯৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় মোঃ শামসুল আলম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টার দিকে কালিহাতি থানাধীন ঢাকা–সিরাজগঞ্জ মহাসড়ক সংলগ্ন ভূয়াপুরগামী পাকা রাস্তার মোড়ে তল্লাশী অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করলে শামসুল আলমকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট খেয়ে পেটে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে তার পাকস্থলীতে মাদক থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ৩৯৪৩ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৩১৭০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত শামসুল আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আলামতসহ কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।











