সমাচার ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, পাকিস্তানের লেজুর ভিত্তি করতো, পাকিস্তানের উৎশিষ্ট খেত, এদেশ থেকে সম্পদ পাচারে সহযোগিতা করতো, ওই রাজাকার-আলবদর ও আল শামস তারা এখনো সক্রিয়। কিছুদিন আগে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন মানে না। তারা আজকেও বলে সরকারের পদত্যাগ করতে হবে। দেশে তারা আন্দোলন করবে। তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকার। দেশে শান্তি রয়েছে, রাজনৈতিক স্থীতিশীলতা রয়েছে তা আমরা নষ্ট করতে চাই না। মে দিবসে শ্রমিক-কৃষক ঐক্যবদ্ধ হয়ে শপথ নেই- যে কোন স্বাধীনতা বিরোধী শক্তি, ওই বিএনপি-জামায়াতের আন্দোলনকে আমরা রুখে দাড়াবো।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছোট মনির এমপি বলেন, শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য যদি টাঙ্গাইলে কোন শ্রমিকের উপর অত্যাচার হয় তাহলে সারা বাংলাদেশে সকল পরিবহন বন্ধ হয়ে যাবে। ওই শ্রমিক ঐক্য পরিষদের নামে যে সংগঠন রয়েছে তা এক সপ্তাহের মধ্যে বন্ধ করে শ্রমিকদের মধ্যে শান্তি ফিরিয়ে দিতে হবে।
এরআগে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৭ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন প্রমুখ।
শ্রমিক সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ ও জেলা-উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইল পৌর মেয়রের নেতৃত্বে পৌর শ্রমিক ঐক্য পরিষদ নামে শহরের ঈদগাহ মাঠে পাল্টা শ্রমিক সমাবেশের আয়োজন করে।