টাঙ্গাইল সদরে প্রান্তিক কৃষাণীদের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার নগরজলফৈ ব্রাকের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাকের এরিয়া ব্যবস্থাপক মোঃ স্বপন মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়ংয়ের ব্যবস্থাপক এমদাদুল হক, ব্রাকের এলাকা ব্যবস্থাপক মাসুদ রানা, ব্রাকের এইচ আর এর ব্যবস্থাপক আবু বকর খানসহ অন্যরা।
পরে ৬০ জন কৃষাণীর মাঝে মুলা, শিম, বেগুন, মরিচ ও টমেটোর বীজ বিতরণ করা হয়।











