“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা)-২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালকের ফাইনাল খেলাই ভূঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাগরপুর উপজেলার ঘূনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। এই খেলায় মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বিজয়ী হয়। মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নুরুল ইসলাম তালুকদার সেরা খেলোয়ার এবং ঘূনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুত্তাকীন সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকার ফাইনাল খেলায় টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। বালিকার ফাইনাল খেলায় টাইবেকারে ৩-২ গোলে গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। বালিকা ফাইনাল খেলায় উত্তর পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হ্যাপি সেরা খেলোয়ার এবং টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হামিদা সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন। পরে বিজয়ীদো পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, জেলা শিক্ষা অফিসার মো: সাহাব উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন। এছাড়াও আর উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ।
উল্লেখ্য,গত বুধবার (১৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। এই খেলায় ১২ টি উপজেলার বালক ও বালিকা প্রথমিক বিদ্যালয়ের সর্বমোট ২৪ টি দল অংগ্রহন করেন।