মোঃ মুসা মিয়া: সোমবার (২৪ নভেম্বর) ০৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ নার্সেস এসাসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)।

স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস প্রদানের পর দীর্ঘ ১৪ মাসেও নার্সিং ও মিডওয়াইফারি পেশাগত সংস্কার ও বিদ্যমান বৈষম্য নিরসনের ন্যায্য দাবীগুলো বাস্তবায়ন না হওয়ায় তা অতিসত্বর বাস্তবায়নের দাবীতে এবং ৪৮ বৎসরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সাথে একিভূত করার অপচেষ্টার প্রতিবাদে “বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)” এবং “বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)” টাংগাইল জেলা শাখা কর্তৃক এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও স্মারক প্রদানে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম ,সভাপতি বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) টাঙ্গাইল জেলা শাখা; মোঃ সফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি; ফাতেমা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক প্রতিনিধি; মোঃ সজিব হোসেন, চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি; মোজাম্মেল হক, সদস্য স্ট্যান্ডিং কমিটি; আমিনা আক্তার, উপদেষ্টা (বিএনএ); পারুল আক্তার, এস এস এন; রোকসানা আক্তার, চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি সহ বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এর কর্মকর্তা বৃন্দ।
তাদের ০৮ (আট) দফা দাবী গুলো হলো:
১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।
২. অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
৩. নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম হতে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জণের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমেরারী পদন্নোতি দিতে হবে।
৪. অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।
৫. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে।
৬. বেসরকারি স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরী করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন
ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭. নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদানসহ নার্সদের উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফরম পরিবর্তন করতে হবে।
৮. শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এই দবিগুলো বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচী করার ঘোষণা দেন।











