টাঙ্গাইলে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। স্মরণীর সহযোগিতায় বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল টাঙ্গাইল পৌরসভা সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান। সভাপতিত্ব করেন নাটাব টাঙ্গাইলের সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ, টাঙ্গাইল পৌরনির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, লাইসেন্স পরিদর্শক জাহিদ হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সাহেদা বেগম, স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জুরানী প্রামাণিক প্রমুখ।
বক্তারা বলেন, তামাক বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনার কার্যক্রমের অগ্রগতি বাড়ানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের একশ মিটারের ভেতর তামাক বিক্রয় নিষিদ্ধ ঘোষণায় সাইনবোর্ড প্রতিস্থাপন করা হবে। নাটাবের পয়েন্ট অব সেল মনিটরিং এর রিপোর্ট অনুযায়ী লাইসেন্স প্রদান করা হবে। তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে টাঙ্গাইল পৌরসভা আরো জোরদার ভূমিকা রাখবে।