টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলোচিত জাহাঙ্গীর মন্ডল (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার খিলক্ষেত থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন—সুজা মন্ডল (৩৫) ও জামাল মন্ডল (৩০)। তারা দুজনেই টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসিন্দা। গ্রেপ্তারের পর তাদের গোপালপুর থানায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার (২৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত জাহাঙ্গীর মন্ডল স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতেন। এ কারণে আসামিরা তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।
চলতি বছরের ১ জুলাই রাতে জাহাঙ্গীর মন্ডল সোনাইমুড়ি বাজার থেকে সিএনজিযোগে ভূঞাপুর যাওয়ার পথে হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকায় পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে নিহতের স্ত্রী বাদী হয়ে ৩ জুলাই গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। অবশেষে মঙ্গলবার (২৬ আগস্ট) র্যাব-১ এর সহায়তায় ঢাকার খিলক্ষেতের পূর্বাচল এলাকা থেকে আসামি সুজা মন্ডল ও জামাল মন্ডলকে গ্রেপ্তার করা হয়।