টাঙ্গাইলে চুরি, ছিনতাই, ইভটিজিং, মাদক রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সব ধরনের অপরাধ নির্মূলে ডিবি পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উদ্যোগে বিশেষ টিম গঠন করে শহরের বিভিন্ন পয়েন্টে গিয়ে এ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি মীর মোশারফ হোসেন এবং উত্তরের ওসি এ.বি.এম এস দোহা।
এসময় ওসি মীর মোশাররফ হোসেন বলেন, টাঙ্গাইলের এসপি মো. সাইফুল ইসলাম সানতু মহোদয়ের দিক নির্দেশনায় জনগণের নিরাপত্তা, চুরি, ছিনতাই, ইভটিজিং ও মাদক রোধে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সোমবার থেকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির বিশেষ অভিযান শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিবি পুলিশের বিশেষ টিম গঠন করে শহরের বিভিন্ন পয়েন্টে গিয়ে এ অভিযান পরিচালনা করা হয় এবং সচেতনতামূলক পথ সভা করা হয়।তিনি আরও বলেন, মাদক বন্ধে, চুরি, ডাকাতি সন্ত্রাস ও সকল অপরাধ প্রতিরোধে সকলকে এক যোগে কাজ করতে হবে।
এসময় তিনি চুরি ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান।