বর্ষায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাঠাগারের সভাপতি শাহজাহান ও
পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের সদস্য শাকিল আহমেদ, অনিক হাসান, শাকিল হোসেন, হেলাল শরীফ, সিয়াম ও অন্যান্য পাঠক-সদস্যবৃন্দ।
গত ১১ জুলাই সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় অর্ধশত শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ফাওজিয়াহ হক জিনাত, দ্বিতীয় স্থান অর্জন করেছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সজিব সিকদার এবং তৃতীয় হয়েছে প্রথম শ্রেণীর শিক্ষার্থী মুজাম্মেল হোসেন।
আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। এই বছর মৌসুমী বায়ু আগে চলে আসায় আষাঢ় এর আগেই দেশজুড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। গ্রীষ্মের খর তাপে প্রকৃতি যখন শুষ্ক রুক্ষ প্রাণহীন, তখন বৃষ্টি নিয়ে আসে নতুন প্রাণ, সজীবতা ও উর্বরতা। শহর কিংবা গ্রাম, হাওর অথবা সাগর, সমতল কিংবা পাহাড় সকল জায়গাতে এই পরিবর্তন লক্ষ করা যায়। শিশুদের বাংলার ঋতুভিত্তিক সৌন্দর্যের ধারণা দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান।