টাঙ্গাইলে চিংড়ি মাছে জেলি ভরে ওজন বৃদ্ধি এবং নকল পণ্য বিক্রির দায়ে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের পার্ক বাজার ও টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পার্ক বাজারের আড়তদার মিজানুরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় চিংড়ি মাছের খোলসে জেলি ভরে বিক্রির দায়ে। একই বাজারে মুরগির মাপে কম দেওয়ায় আরশাফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে কসমেটিকসের দোকান ‘তাজ কালেকশন’কে নকল ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “চিংড়িতে জেলি ভরে বিক্রির দায়ে এবং মাপে কম দেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে কসমেটিকসের দোকানেও অভিযান চালিয়ে অবৈধ পণ্য জব্দ করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”