প্রতিদ্বন্দিতাপূর্ন ফুটবল ফাইনাল ম্যাচটি গোল শূন্য ড্র হলে মওলানা ভাসানী আদর্শ কলেজ টাইব্রেকারে ৪-২ গোলে সখিপুর সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সন্তোষের মওলানা ভাসানী আদর্শ কলেজ ও সখিপুর সরকারি কলেজ।
তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ফুটবল ফাইনালে দু’দলই সমানতালে লড়াই করেছে। দু’দলের কেউ মধ্যমাঠ দখল করতে না পারলেও বিক্ষিপ্ত আক্রমন থেকে গোলের সুযোগ নষ্ট করেছে মওলানা ভাসানী আদর্শ কলেজের স্টাইকাররা। গোলশুন্য ফাইনালের ফলাফল পেতে টাইব্রেকারে আয়োজন করা হয়। টাইব্রেকারে মওলানা ভাসানী আদর্শ কলেজের গোল রক্ষক সাকিবুল হাসানে দক্ষতায় দুটি পেনাল্টিশট আটকে দিলেতার দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খেলোয়াড় ও রেফারীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার এড হক কমিটির সদস্য ও ক্রিকেট কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার মুন্নী, ঢাকা ব্রাদার্স ইউনিয়নের ডিফেন্ডার ও টাঙ্গাইলের সাবেক তারকা ফুটবলার ইউসুফ আলী খান, জেলাসংস্থার সাবেক সদস্য শাহ আব্দুল আজিজ তালুকদার বাপ্পী। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল আলীম।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছে আকাশ। জেলার ১৬টি কলেজ নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ গ্রহন করে। সখিপুর সরকারি কলেজ ফুটবল দলঃ সিফাত, অনিক সরকার, মনির, মাহবুব, মুন্না, তামিম, শাহেদ, নাজমুল, সাকিব, আবির ও অনিক।
মওলানা ভাসানী আদর্শ কলেজ ফুটবল দলঃ সাকিবুল হাসান, রাকিবুল হাসান, নীরব, জিমাস, হাসানুজ্জামান সিনহা, আকাশ, প্রান্ত, আহাদ দেওয়ান, মনির হোসেন, সজিব হোসেন ও দেবুজিৎ রেফারীঃ মাসুদ ভূইঁয়া, সহকারী রেফারীঃ মমিনুররহমান ও হারুন অর রশীদ।











