টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং কাতুলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম (৩৫) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তিনি একইসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে দায়িত্ব পালন করছিলেন।
টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, শুক্রবার (২২ আগস্ট) মধ্য রাতে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চৌবাড়ীয়া এলাকা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবুল কাশেম কাতুলী ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের কুরবান আলীর ছেলে। বর্তমানে তাকে টাঙ্গাইল সদর থানায় রাখা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত আবুল কাশেমকে দ্রুত আদালতে প্রেরণ করা হবে।