সমাচার ডেক্স: টাঙ্গাইলের শহরে অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও পৌরসভা ঘেরাও করেছেন অটোরিকশা ও ইজিবাইক চালক শ্রমিক সংগঠনের নেতারা।
টাঙ্গাইলের শহরে অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধির দাবিতে মানববন্ধন করছেন অটোরিকশা ও ইজিবাইক চালক শ্রমিক সংগঠন।
রোববার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল পৌরসভায় গিয়ে পৌরসভা ঘেরাও করে।
এসময় শ্রমিক নেতারা বলেন, তেল চাল ডালসহ সব জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ইজিবাইকের ভাড়া বৃদ্ধি পাচ্ছে না। এতে আমাদের আর জীবন চলছে না। তাই আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করছি।
জেলা ইজিবাইক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন উল্লাস বলেন, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি, মানববন্ধন শেষে পৌরসভা ঘেরাও করেছি, যে পর্যন্ত শ্রমিকদের দাবি মানা না হবে সে পর্যন্ত কর্মসূচি চলবে।
ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি আব্দুল লতিফ বলেন, টাঙ্গাইলে প্রায় ১০ হাজারের বেশি ইজিবাইক রয়েছে। তাদের দুই শিফটে ভাগ করে দেয়া হয়েছে, যাতে করে শহরে যানজট না হয়।
তিনি বলেন, ‘ভাড়া বৃদ্ধির দাবিতে এর আগে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও পৌরসভার মেয়রকে অবগত করেছি কিন্তু কোন কর্ণপাত করেননি। যার ফলে আজকে পৌরসভা ঘেরাও করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।’
এদিকে এক পর্যায়ে টাঙ্গাইল পৌরসভা মেয়র সিরাজুল হক আলমগীর আন্দোলনকারীদের সামনে এসে তিনদিনের মধ্যে আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা পৌরসভা ঘেরাও কর্মসূচি তুলে নেয়।