বাল্যবিবাহ নিরোধ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা সুনিশ্চিত করণের লক্ষ্যে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে টাঙ্গাইল জেলার নিকাহ্ রেজিস্ট্রারগণের প্রশিক্ষণ কর্মশালা গত ২৭মে মঙ্গলবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে বাল্যবিবাহের কারণ, ফলাফল এবং শিশু, নারী ও সমাজের উপর বাল্যবিবাহে প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সদর সাব-রেজিস্টার মোঃ ইসমাইল হোসেন।
কাজী সমিতির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, জেলা কাজী সমিতির উপদেষ্টা কাজী আব্দুল আওয়াল তরফদার, সভাপতি কাজী মাওলানা আ.ন.ম. আঃ গফুর খান, সাধারণ সম্পাদক কাজী মোঃ রেজাউল করিম খান (রুমী), জেলা রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী রিনা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা রেজিস্ট্রার অফিসের কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল খালেক।
প্রশিক্ষণ কর্মশালায় কাজী সমিতির পক্ষ থেকে অবসর গ্রহণকারী ১জন ও ২জন মৃত্যুবরণকারী নিকাহ্ রেজিস্ট্রারদের ৩জনের মাঝে ৪০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় জেলার মোট ১৫০জন নিকাহ্ রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।