টাঙ্গাইল জেলা মডেল মসজিদে ৫ ই আগস্টের পূর্বের নিয়োগ বাতিলের দাবীতে জুম্মার নামাজ শেষে মানববন্ধন করেছে মুসল্লীরা l তাদের দাবী আওয়ামী ও ফ্যাসিবাদ সরকারের আমলে কালিহাতীর ওলামালীগের নেতা ছাত্র জনতার হাতে লাঞ্ছিত আবু হানিফের মেয়ের জামাতা মুফতী মুজাম্মিল নুরির নিয়োগ বাতিল করতে হবে l
মুসুল্লীরা জানান এই ইমামকে দলীয় প্রভাবে নিয়োগ দেবার জন্য প্রথম নিয়োগ বাতিল করে, দ্বিতীয়বার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় যা সন্দেহজনক ফ্যাসিবাদী কাজ l তাই তারা দ্রুত এই নিয়োগ বাতিল করে বৈষম্যহীন ও মেধা ভিত্তিক নিয়োগ চান l
উক্ত মানব বন্ধনে মুসল্লীদের পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট সৈয়দ সাইফুল আলম টিটু , মোঃ ফজলুল হোক (অবসর প্রাপ্ত সেনা বাহিনী ) , বিশিষ্ট ব্যবসাই মোঃ সোহাগ হোসেন প্রমুখ l উক্ত মানববন্ধন কর্মসূচিতে এসে মুসল্লী ও জনসারণের সাথে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্ররা , বিএনপি নেতৃবৃন্দ , জামাত নেতৃবৃন্দ , ও হেফাজত ইসলামী নেতৃবৃন্দরা l