ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল জানিয়েছেন, হাতে থাকা কয়েকটি কাজ শেষ করেই হয়তো তিনি চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন। কারণ তার দুই ছেলে ইসলামিক পড়াশোনা করছে, আর সে প্রেক্ষাপটে তিনি মনে করেন বাবা-মার চলচ্চিত্রে কাজ করা তাদের জন্য মানানসই হবে না।
এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন “আমার হাতে দুই-তিনটা সিনেমার কাজ আছে। সেগুলো শেষ করার পর হয়তো আর সিনেমা করবো না। আমার দুই ছেলে ইসলামিক পড়াশোনায় মনোযোগী। একজন এখন পর্যন্ত ৮ পারা কোরআনে হাফেজ, আরেকজন দ্বিতীয়বার কোরআন রিডিং করছে। একজনের বয়স সাড়ে ৭ বছর, আরেকজনের সাড়ে ১০ বছর। আমরা নিয়ত করেছি, তাদের মুফতি বানাবো এবং ভবিষ্যতে মদিনায় পড়াশোনা করাবো।”
তিনি আরও জানান, তার সন্তানরা বর্তমানে মানারাতে পড়াশোনা করছে। এখানে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি ইসলামিক পড়াশোনার সুযোগ রয়েছে। জোহরের নামাজের পর ছুটি দেওয়া হয়, এরপর বাড়িতে শিক্ষক এসে পড়ান এবং পরে মাদ্রাসায় যায়।
বর্ষার সিনেমা ছেড়ে দেওয়ার প্রসঙ্গেও অনন্ত বলেন “যেহেতু ওরা ইসলামিক লাইন ও জেনারেল লাইনে পড়াশোনা করছে, ওদের জন্য মানাবে না যে আম্মু সিনেমা করবে। বাচ্চারা বড় হচ্ছে, তাই আমি নিজেও হয়তো সিনেমা ছাড়বো।” বর্তমানে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে বলে জানা গেছে। ছবিটি শিগগির মুক্তির অপেক্ষায় রয়েছে।