ছাত্রদল নেতা আরফিন রানার নেতৃত্বে ছাত্রলীগ দখলমুক্ত হলো এমএম আলী কলেজ
মোঃ সজিব মিয়া: দীর্ঘপথ পরিক্রমায় ১৬ বছর পর কাগমারী মওলানা মোহাম্মদ আলী কলেজ ছাত্রদলের দখলে। কোন রকম সহিংসতা ভাংচুর ছাড়া শান্তিপূর্ণভাবে ছাত্রসংসদ দখলে নেয় তারা। বুধবার (৭ আগস্ট) দুপুরে অত্র কলেজ ছাত্রসংসদের সাবেক সভাপতি আরেফিন রানার নেতৃত্বে ছাত্রলীগ দখলমুক্ত হয় ছাত্রসংসদ।
ছাত্রদল নেতা রানা বলেন, আগে সৈরাচার মুক্ত হলো ছাত্রসংসদ। এরপর সকলদলের ছাত্রদের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে পুনরায় উজ্জিবিত হবে কলেজ ক্যাম্পাস। এখন আমাদের কাজ হচ্ছে রাস্ট্রীয় সম্পদ পাহারা দেয়া। যাতে কোন দূঃস্কৃতি কারীরা আমাদের কলেজ ও রাস্ট্রীয় সম্পদ নষ্ট করতে না পারে। এসময় অত্র কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাকির হাসেন ও ইসলামী ইতিহাসের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা আরফিন রানার নেতৃত্বে ছাত্রলীগ দখলমুক্ত হলো এমএম আলী কলেজ
ছাত্রদের উদ্যেশে তারা বলেন, তোমরা শান্তিপুর্নভাবে ক্যাম্পাসে অবস্থান কর। কোন ধরনের ক্ষতিসাধন কইরো না। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে একটা সুন্দর নির্বাচনের মধ্যদিয়ে সবকিছু ঠিক করে দেয়া হবে। তোমাদের বিষয়টি নিয়ে আমরা উর্দ্ধতন কতৃপক্ষের সাথে কথা বলবো।