পুরো নাম মীর নাঈম হোসাইন। তিনি ঢাকার শান্তা মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে লেখাপড়া শেষ করেন। তার বেড়ে ওঠা তাঁতের শাড়ি ও চমচমের জেলা টাঙ্গাইলে। টাঙ্গাইল শহরেই তার বসবাস। একজন অভিজ্ঞ ছবি ও ভিডিওগ্রাফার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায়।
ছবি তোলা ও ভিডিও ধারণ করার বিষয় কিভাবে শুরু হলো জানতে চাওয়া হলে মীর নাঈম বলেন, আমার ছবি তোলা ও ভিডিও ধারণের আগ্রহ ছোটবেলা থেকেই। আমার ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে অনেক ভালো লাগতো, এখনো লাগে। এই ছবি তোলা ও ভিডিও ধারণ করার বিষয়টি ধরে রাখতে আমি এখনো কাজ করে যাচ্ছি। কাজের সম্পর্কে মীর নাইম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, Alfa Creation নামে আমার একটি অনলাইন প্লাটফর্ম রয়েছে। যেখানে আমি আমার ধারনকৃত ছবি ও ভিডিও আপলোড করে থাকি। এছাড়াও এখন বিয়ে, জন্মদিন ও বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও ও ছবি ধারণ করি। যখন দেখি যে আমার এই কাজকে মানুষ পজিটিভলি গ্রহণ করছে তখন অনেক বেশি ভালো লাগে। ভালো লাগা থেকেই এই পেশায় উদ্বুদ্ধ হওয়া। তিনি বলেন, পরিশ্রম ও সততার সাথে কাজ করলে যেকোনো পেশায় সফলতা পাওয়া সম্ভব।
বিয়ে, জন্মদিন ও বিভিন্ন অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে তিনি এখন কাজ করছেন বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় কোম্পানিগুলোর সাথে । এসি আই বাংলাদেশ, ব্যুরো বাংলাদেশ,ACCA, British American Tobacco, ড্রিম ওয়েভার, লাজ ফার্মা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছেন তিনি। মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে চান তিনি এই প্রিয় পেশার মাধ্যমে। বিগত সময়গুলোতে অসংখ্য কাজ করেছেন তিনি। কামিয়েছেন মানুষের দোয়া ও ভালোবাসা। এই পেশা নিয়ে তার স্বপ্নও আকাশচুম্বী। ছবি ও ভিডিও প্রেমে তানিয়া আহমেদ বলেন, নাঈম ভাইয়া অসাধারণ ছবি তোলেন। আমি ছবি তুলতে অনেক ভালোবাসি। ছবি তোলা আমার অনেক পছন্দ। নাঈম ভাইয়ের কাছে তোলা ছবি আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করি।
নিভৃতা নামের আরেক ছবি ও ভিডিও প্রেমি বলেন, আমার এক বন্ধু থেকে জানতে পারি Alfa Creation এর কথা। তারপর আমি এই পেজটিতে যাওয়ার পর অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাই। তারপর থেকেই আমি প্রতিনিয়ত নাঈম ভাইয়ের কাছে ছবি তুলি। ছবি ও ভিডিও প্রেমীরা বলেন আমরা সকলেই Alfa Creation ও মীর নাইমের সফলতা কামনা করছি। টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার মো: এরশাদ হোসাইন বলেন, বর্তমান প্রজন্মের যারা এরকম অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মে কাজ করছে তাদের জন্য শুভকামনা। অনলাইনে বা ডিজিটাল প্লাটফর্মে কাজগুলো এখন প্রতিযোগিতামূলক। সেখানে মীর নাইম যে প্লাটফর্মে নিজেকে নিয়ে গেছে এটি সত্যি প্রশংসনীয়। যদি সেরকম কোনো প্রাতিষ্ঠান সহযোগিতার প্রয়োজন হয় তবে আমরা টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী তাকে সকল রকম সহযোগিতা ও সহায়তা প্রদান করবো। আমরা মির নাঈম সহ আরো যারা অনলাইন বা ডিজিটাল প্লাটফর্ম গুলোতে কাজ করে যাচ্ছে তাদের সাফল্য কামনা করছি।
ছবি তুলতে কে না ভালোবাসে আর সেই ছবি যদি হয় সুন্দর। বর্তমান যুগে ছবি ধারণ করে আপলোড করা হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কার ছবি কত বেশি সুন্দর হয়েছে এ যেন তারই প্রতিযোগিতা। এছাড়াও ছোট ছোট ভিডিও বানিয়ে ইনকাম করা যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। তারই ধারাবাহিকতায় চাহিদা বেরিয়ে চলেছে মীর নাঈম এর মত ছবি ও ভিডিওগ্রাফারদের।