ব্যপক উৎসাহ ও উদ্দীপনায় সম্পন্ন হলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অন্যতম সেরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইকরা ইসলামী একাডেমীর দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী কুরআন সবক,তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের খতমে কুরআন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের ইকরা ইসলামী একাডেমী প্রাঙ্গণে ইকরা ইসলামী একাডেমীর মোহতামিম ও ঘাটাইল পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো: খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ঘাটাইল পশ্চিম পাড়া বড় জামে মাসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহিম বিন মোতালেব,এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ, গাংগাইর বাগে মদিনা মূখ্য নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মাসুদ রানা,অভিভাবক আল আমিন,ঘাটাইল পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো: রেজাউল করিম রাজু,পৌর যুবদল নেতা মো: সুজন মিয়া প্রমুখ। পরে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক,মুসলিম উম্মাহসহ দেশ ও জাতীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ ।