টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে ঘাটাইল উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ের ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এলাকায় ইংরেজি শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় ঘাটাইল উপজেলার ২৩টি বিদ্যালয় থেকে মোট ৬৯ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের দক্ষতার সুন্দর উপস্থাপনা করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাইদ। তিনি গুড নেইবারস বাংলাদেশের শিক্ষাবান্ধব উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করেন এবং বলেন যে, এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ সহায়ক। তিনি শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা বাড়াতে নিয়মিত চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিযোগিতা শেষে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়। তারা পরবর্তীতে জেলা পর্যায়ে ঘাটাইল উপজেলার প্রতিনিধিত্ব করবে, যা শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন। এছাড়াও অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী এবং অভিভাবকরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।
গুড নেইবারস বাংলাদেশ জানিয়েছে যে, ঘাটাইল সিডিপি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।











