ইসরায়েলের পত্রিকা মারিভ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গাজায় সামরিক অভিযান ছাড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সরকারকে একত্রিত রাখা সম্ভব নয়। ইসরায়েলের পত্রিকাটির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহু তার ক্ষমতার ‘শেষ পর্যন্ত’ সামরিক অভিযান চালিয়ে যেতে চান।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধ প্রসঙ্গে ভবিষ্যতের সম্ভাব্য শান্তি আলোচনার রূপরেখা দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইতিমধ্যেই নেতানিয়াহুর সব শর্ত, বিশেষকরে, ১০ জন ইসরায়েলি জীবিত বন্দিকে ফেরত দেওয়ার বিষয়টি মেনে নেয়ার পরও, নেতানিয়াহু নতুন নতুন শর্ত দিচ্ছেন। এ কারণেই ইসরায়েলি সেনাবাহিনী গুরুতরভাবে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে রিজার্ভ বাহিনীকে মোতায়েনের সম্ভাবনা বিবেচনা করছে।