গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নিশাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
নিশাদ ২০২২ সালের শেষ দিকে জেলা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠক হিসেবে অংশগ্রহণ শুরু করেন। পরে জেলা বিএনপির সভাপতিসহ সাতজনের সুপারিশক্রমে তাকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। দলীয় সূত্রের বরাতে জানা যায়, নিশাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি দলের নীতি ও নির্দেশনার পরিপন্থী কার্যকলাপের অভিযোগ ছিল, যা বহিষ্কারের সিদ্ধান্তের মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে।