টাঙ্গাইলের রাজাবাড়ী গ্রামে ১০০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের রাজাবাড়ী গ্রামের আলী আজম মোল্লা ও মো. কাছসার মোল্লা।
অভিযোগ পত্র থেকে জানা যায়, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী গ্রামের আরিফুল ইসলামের বাড়ীর পাশে দিয়ে একটি ৮ ফিট প্রশস্থ একটি কাঁচা রাস্তা আছে। এই ১০০ বছরের পুরাতন রাস্তা দিয়ে ২৩টি পরিবারসহ পার্শ্ববর্তী মহেশপুর ও মসিন্দা গ্রামের মানুষ যাতায়াত করে। এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী ঈদগাহ ও কবরস্থানে প্রায় ১০.০০০ হাজার লোক যাতায়াত করে। রাস্তাটি বাংড়া ইউনিয়ন পরিষদের আওতাধীন হওয়ায় একাধিকবার বিভিন্ন প্রজক্টের মাধ্যমে রাস্তাটির সংস্কার ও মাটি ভরাটের কাজ সম্পাদন করা হয়। একমাত্র এই রাস্তা ব্যতীত অন্য কোন বিকল্প রাস্তা নাই, যেখানে দিয়ে কবরস্থানে লাশ আনা ও জানাযা পরাসহ ঈদের নামায পড়া যায়। অথচ রাজাবাড়ী গ্রামের আলী আজম মোল্লা ও মো. কাছসার মোল্লা রাস্তাটি বন্ধ করে দিয়ে জনদূর্ভোগের সৃষ্টি করছে।
এলাকাবাসী জনস্বার্থে রাস্তাটি সচল করে ৪০০০ মানুষের দুর্ভোগ লাঘব করা জন্য আহবান জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকাবাসী লিখিত পত্র দিয়েছেন।