টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ মুক্তিদলের সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা এস. এম. খালিদ হোসেন, কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি হানিফ উদ্দিন, পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী, স্থানীয় নেতা এনামুল হক। সভা সঞ্চালনা করেন কালিহাতী পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
বক্তাদের বক্তব্য: সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সব কার্যক্রম সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি জনগণের দল, যার মূল শক্তি হলো সাধারণ জনগণ। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সর্বদা সক্রিয় থাকবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।











