প্লেয়ার্স ড্রাফটের শুরুতে জাতীয় দলের দেশি ক্রিকেটারদের নিয়ে ছিল কাড়াকাড়ি। তাসকিন আহমেদ, লিটন দাস, হাসান মাহমুদ, মাহমুদউল্লাহ রিয়াদ, শামীম হোসেন পাটোয়ারীসহ জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন বেশ কিছু ক্রিকেটার শুরুর দিকেই দল পেয়েছেন। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল পেতে কিছুটা দেরি হয়েছে। শান্তকে দলে টেনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে শেষে দল পেয়েছেন রিশাদ হোসেন। তাকে দলে নিয়েছে সেই বরিশালই। নবাগত দল দুর্বার রাজশাহী ড্রাফট এবং সরাসরি চুক্তি মিলিয়ে মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। শুরুতে জিসান আলমকে সরাসরি চুক্তিতে দলে টানলেও পরে ড্রাফটের ঠিক আগ মুহূর্তে নাম সরিয়ে নিয়ে ড্রাফটে দেন জিসান। ড্রাফট থেকেও জিসানকেই নিয়েছে রাজশাহী। তবে ড্রাফট শেষে আরও ক্রিকেটার দলে টানার সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে।
ঢাকা ক্যাপিটালস : মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, থিসারা পেরেরা, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি, স্টিফেন এসকেনাজি, জনসন চার্লস, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ চৌধুরী রাহি, সাইম আইয়ুব, মির হামজা হটাক, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।
চিটাগং কিংস : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলী, উসমান খান, অ্যাঞ্জেলো ম্যাথিউস, হায়দার আলী, বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনল, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, আলি মোহাম্মদ, খান জাহান্দাদ, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেমস ফুলার, পাথুম নিসাঙ্কা, এবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নান্দ্রে বার্গার, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
সিলেট স্ট্রাইকার্স : তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকের আলী অনিক, জর্জ মানসি, পল স্টার্লিং, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, আরাফাত সানি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারী, রিস টোপলি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদউজ্জামান, নাহিদুল ইসলাম।
খুলনা টাইগার্স : নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, ওশান থমাস, মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরী, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।
রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ইফতিখার আহমেদ, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, সৌরভ নেত্রভালকার, স্টিভেন টেলর, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার।
দুর্বার রাজশাহী : এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির হোসেন, সাদ নাসিম, লেহেরু সামারকন, সানজামুল ইসলাম, মেহরাব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।