চট্টগ্রামে পুলিশের বাধা উপেক্ষা করে উল্টো পথে গাড়ি চালাতে চেষ্টা করেন এক অবাধ্য চালক। এ নিয়ে বাগবিতণ্ডার সময় ওই চালকের ঘুসিতে নাক ভেঙেছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবলের।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নগরের খুলশী ১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশের গণসংযোগ বিভাগ।আহত পুলিশ কনস্টেবল হলেন- সোহরাব হোসেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রফিকুল আলম নামের ওই গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। তিনি এসএ গ্রুপের সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্ট লিমিটেডে কর্মরত।
নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন বলেন, দুপুরে একটি প্রাডো গাড়ি উল্টো দিক থেকে এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কনস্টেবল সোহরাব হোসেন চালককে সংকেত দেন। তখন কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চালক মো. রফিকুল আলম সোহরাবের শার্টের কলার ধরে মুখে ঘুসি মারেন। এতে তার নাকের হাড় ভেঙে রক্তপাত হয়েছে। তিনি বলেন, চালকের হামলায় সোহরাব মুখে আঘাতপ্রাপ্ত হন, ইউনিফর্ম ছিড়ে যায়। এসময় শিক্ষার্থীদের সহযোগিতায় গাড়িটি আটক করা হয়। পরে গাড়িটির মালিকপক্ষের সহযোগিতায় চালক রফিকুল আলমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি চালককে চাকরি থেকে বরখাস্ত করেছে।