ঈশ্বরগঞ্জে সড়কের নিচে মিলল চালকের লাশ, পাওয়া যায়নি ইজিবাইক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়ের বাজার তদন্তকেন্দ্রের পুলিশ আজ শনিবার আল আমীন (৩০) নামের ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে। তবে তাঁর সঙ্গে থাকা ইজিবাইকটি পাওয়া যায়নি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ইজিবাইক ছিনিয়ে নিতেই আল আমীনকে হত্যা করা হয়েছে। রায়ের বাজার তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. আমিনুল হক জানান, আল আমীনের মরদেহটি নান্দাইল-আঠারবাড়ি সড়কের নিচে পড়ে ছিল। ঘটনাস্থল উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের কবীরপুর গ্রামে। নিহতের মা রেজিয়া বেগম আজ শনিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে তদন্তকেন্দ্রে নিয়ে আসে। আল আমীন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্ধিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।
রায়ের বাজার পুলিশ তদন্তকেন্দ্রে গিয়ে দেখা যায়, পরিদর্শক আমিনুল হক লাশবাহী পিকআপে উঠে মরদেহের সুরতহাল করছেন। তদন্তকেন্দ্রে কথা হয় আল আমীনের এলাকার সাবেক ইউপি সদস্য আহমেদ হোসেনের সঙ্গে। আল আমীনের মা রেজিয়া বেগমের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, আল আমীন গতকাল শুক্রবার আসরের নামাজের পর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফেরেননি দেখে স্বজনেরা নানা জায়গায় তাঁর খোঁজ করছিলেন। শনিবার ভোরে এক স্বজনের মাধ্যমে খবর পান, আল আমীনের লাশ ঈশ্বরগঞ্জের কবীরপুর গ্রামে পড়ে আছে। স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় রেজিয়া বেগম ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তদন্তকেন্দ্রের পরিদর্শক আমিনুল হক বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে