আগামীর বাংলাদেশ বির্নিমানে এই তরুণ শিক্ষার্থীরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সকলকে নিয়েই আমরা আধুনিক ঘাটাইল নির্মাণ করবোই ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ঘাটাইল উপজেলার সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার মান উন্নয়ন ও মাদক মুক্ত সমাজ গঠন উপলক্ষে অভিভাবক ও ছাত্র সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন,২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা রোধে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উপজেলা প্রশাসন ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করে থাকে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহরোধে এধরণের আয়োজন শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে।
সন্ধানপুর গন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মোঃ বায়োজিদ হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অঁতিথি হিসেবে বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম এসময় আরো বক্তব্য রাখেন সন্ধানপুর গন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল বাছেদ আকন্দসহ এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ, তিন শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ।











