বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনেই প্রার্থী দেবে বলে ঘোষণা দেওয়া হয়।বুধবার বিকেলে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য জেলা আমিরের শপথ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত রুকন সন্মেলনে এ কথা জানান বক্তারা। অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ সভাপতিত্ব করেন।
এছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জতুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া টাঙ্গাইল জেলা জামায়াতে সেক্রেটারি হুমায়ুন কবির, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সভাপতি আলমগীর হোসেন, পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। সেজন্য সব নেতাকর্মীদের স্ব-স্ব উদ্যোগে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।