টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভা কক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন। বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেননের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন।
এ বারের মেলায় মোট ৪৭ টি স্টল অংশ গ্রহণ করে। এর আগে গত ২১ জুলাই বৃক্ষ মেলা শুরু হয়েছিলো।