কথা না বলা, কানে না শোনা সকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সামনের দিকে অগ্রসর হবার নামই জীবন। হা আমারা কথা বলছি তানিশার কথা, সে কথাও বলতে পারেনা এবং সে কানেও শোনে না। এই সকল বাধাকে পিছনে ফেলে, সে জীবন সংগ্রামে জয়ী এক সফল মেয়ে।
তার পিতাঃ মোঃ জয়নাল আবেদীন, মাতাঃ মাহাফুজুন্নাহার বিউটি, গ্রামঃ কমলাপারা, সে আমাদের ঘাটাইল উপজেলার, টাঙ্গাইল থানার উজ্জ্বল নক্ষত্র । সে এবার ঘাটাইল সালেহা ইউসুফজাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-০৫ অর্জন করেছে।
তার এই গৌরবময় অর্জনের জন্য ঢাকা ব্যাংক পরিবার, এবং ঢাকা ব্যাংক করটিয়া শাখার পক্ষথেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।