গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের দক্ষিণ পাশের সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ পরে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, জেলা সেক্রেটারি হুমায়ুন কবির, ইসলামি ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। এসময় জামায়াতের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। এনসিপির প্রোগ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্বাভাবিক কোন ঘটনা নয়। এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। সুতরাং জুলাই আন্দোলনের সহকর্মীদের বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।